আজ আমরা একটা সিনেমা নিয়ে কথা বলি। ছবির নাম ইচ্ছে । সুচিত্রা ভট্টাচার্যের লেখা ইচ্ছে গল্প থেকে আধারিত এই ছবিটা মুক্তি পেয়েছিল 2011 সালে। শিবপ্রকাশ মুখোপাধ্যায় ও নন্দিতা দাস দ্বারা নির্মিত এই ছবিটি আজও অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিনেমা । এক অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মা ও তার ছেলের গল্প এই ইচ্ছে । বর্তমান সময়ে মা বাবার এই উচ্চাকাঙ্ক্ষা এক মহামারি ব্যাধিতে রূপান্তরিত হয়েছে । আর এতে নষ্ট হচ্ছে কত নিস্পাপ নিরীহ শিশুর স্বপ্ন, আশা ।
এবার আমরা একটু সিনেমার পর্দায় উঁকি দি। শুরুতেই দেখা যাচ্ছে এক অতি সতর্কিত চিন্তিত মা তার ছোট্ট ছেলে কে অনেক ভোরে পড়াচ্ছে কারণ আজ তার পরীক্ষা । ছেলে টিও ঘুম জড়ান চোখে মার সঙ্গে পড়া আওরে চলেছে । এরপর সে আস্তে আস্তে বড় হতে থাকে । সাথে চলতে থাকে মা এর কড়া দৃষ্টি ও কড়া শাসন । ছেলে টি ও হয়ে ওঠে অত্যন্ত মেধাবী । তবু মা এর দুশ্চিন্তা শেষ হয় না। সে চায় আরো আরো বেশি কিছু । কিন্তু সময় ও এগোতে থাকে । অবশেষে ছেলে টির জীবনে একটি মেয়ের প্রবেশ ঘটে । মার সতর্ক অনুসন্ধানী দৃষ্টি তে ঠিক তা ধরা পড়ে যায় । এবং মেয়ে টিরও বিদায় ঘটে তার জীবন থেকে । আর তত দিনে ছেলে টিও মার উচ্চাকাঙ্ক্ষার শাসনে নূয্যমান ও প্রতিবাদী । সেও বেছে নিতে থাকে তার নিজের জীবন । এবং অবশেষে ঘটে মার সঙ্গে বিচ্ছেদ । তার মেধাও যেন কোথায় ভাসমান হয়ে যায় ।
এখানে মা মমতার চরিত্রে সোহিনী সেনগুপ্ত ও ছেলে সমীকের চরিত্রে সমদর্শী দত্ত অসাধারণ অভিনয় করেছেন । এছারাও অন্যান্যরাও যথাযথ সঙ্গত দিয়েছেন অভিনয়ে।
এবার আমরা একটু সিনেমার পর্দায় উঁকি দি। শুরুতেই দেখা যাচ্ছে এক অতি সতর্কিত চিন্তিত মা তার ছোট্ট ছেলে কে অনেক ভোরে পড়াচ্ছে কারণ আজ তার পরীক্ষা । ছেলে টিও ঘুম জড়ান চোখে মার সঙ্গে পড়া আওরে চলেছে । এরপর সে আস্তে আস্তে বড় হতে থাকে । সাথে চলতে থাকে মা এর কড়া দৃষ্টি ও কড়া শাসন । ছেলে টি ও হয়ে ওঠে অত্যন্ত মেধাবী । তবু মা এর দুশ্চিন্তা শেষ হয় না। সে চায় আরো আরো বেশি কিছু । কিন্তু সময় ও এগোতে থাকে । অবশেষে ছেলে টির জীবনে একটি মেয়ের প্রবেশ ঘটে । মার সতর্ক অনুসন্ধানী দৃষ্টি তে ঠিক তা ধরা পড়ে যায় । এবং মেয়ে টিরও বিদায় ঘটে তার জীবন থেকে । আর তত দিনে ছেলে টিও মার উচ্চাকাঙ্ক্ষার শাসনে নূয্যমান ও প্রতিবাদী । সেও বেছে নিতে থাকে তার নিজের জীবন । এবং অবশেষে ঘটে মার সঙ্গে বিচ্ছেদ । তার মেধাও যেন কোথায় ভাসমান হয়ে যায় ।
এখানে মা মমতার চরিত্রে সোহিনী সেনগুপ্ত ও ছেলে সমীকের চরিত্রে সমদর্শী দত্ত অসাধারণ অভিনয় করেছেন । এছারাও অন্যান্যরাও যথাযথ সঙ্গত দিয়েছেন অভিনয়ে।

No comments:
Post a Comment